সংবাদদাতা, জলপাইগুড়ি, ৯ সেপ্টেম্বর : পূর্ব ঘোষণা মতো জলপাইগুড়িতে ব়্যালি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।শুক্রবার উত্তরবঙ্গ সফরের শুরু হয়েছিল আলিপুরদুয়ার থেকে।

বিকেল পাঁচটা নাগাদ জলপাইগুড়ি জেলা বিজেপির পূর্ব ঘোষিত অনুষ্ঠানে যোগ দিতে শহরে পৌঁছান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জলপাইগুড়ি নেতাজি পাড়ায় নেতাজীর মূর্তিতে মাল্যদান করে এই ব়্যালি শুরু করেন তিনি। শুভেন্দু অধিকারীকে দেখতে এবং তার বক্তব্য শুনতে জলপাইগুড়ি ছাড়াও পার্শ্ববর্তী হলদিবাড়ি সহ ডুয়ার্স থেকে বহু বিজেপি কর্মী সমর্থক হাজির হয় জেলা শহর জলপাইগুড়িতে।

চোর ধরো জেল ভরো স্লোগান তুলে এদিন শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শুভেন্দু অধিকারীর নেতৃতে জেলা সভাপতি বাপি গোস্বামী সহ অন্যান্য যুব, মহিলা এবং ছাত্র সংগঠনের নেতৃত্বরা। এদিন একাধিক ইস্যুতে শাসকদলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি।

রাজ্যের মুখ্যমন্ত্রীকে “চোরেদের রানী” বলে তীব্র কটাক্ষের সুর শোনা যায় তার গলায়। পাশাপাশি শাসক দলের চোরেদের জেলে ভরার আহ্বান জানিয়েছেন বিরোধী দলনেতা। ব়্যালির পর শহরের মাদ্রাসা মাঠে এদিন জনসভা করেন তিনি।