সংবাদদাতা, জলপাইগুড়ি, ১০ সেপ্টেম্বর : স্কুল পোশাকের রঙ নীল সাদা করার প্রতিবাদে আন্দোলন অব্যাহত জলপাইগুড়ি প্রাক্তনী সম্মিলনীদের৷ এ নিয়ে ইতিমধ্যে হাইকোর্টে জনস্বার্থ মামলা করা হয়েছে প্রাক্তনী সম্মিলনীদের পক্ষ থেকে। আন্দোলনের মাত্রা আরো বাড়বে সাংবাদিক বৈঠক করে হুঁশিয়ারি দিলেন প্রাক্তনীরা।
জলপাইগুড়ি প্রাক্তনী সম্মিলনীর আহ্বায়ক সৌভিক কুণ্ডা বলেন, এই সরকার নতুন কিছু করছে না। ১৯৮২ সাল থেকে বিভিন্ন বিদ্যালয়ে স্কুলের পোশাক দেওয়া চালু হয়েছিল। ৪০ বছর পরে হঠাৎ করে কি এমন হল যে পোশাকের রঙ নীল সাদা করার জন্য চাপ দেওয়া হচ্ছে স্কুল কর্তৃপক্ষকে বলে অভিযোগ করেন তিনি। প্রাক্তনী সম্মিলনীর অভিযোগ, বিগত মার্চ মাস থেকে প্রতিবাদ র্যালী, বিক্ষোভ, স্বাক্ষর সংগ্রহ, জেলাশাসক দফতরে স্মারকলিপি জমা করার পরেও কাজ হয়নি। উল্টে দিন কয়েক আগে পুরসভার হল ঘরে প্রতীকীভাবে স্কুলের পোশাক বিলি করা হয় কয়েকটি বিদ্যালয়কে। প্রত্যেক বিদ্যালয়ের ঐতিহ্য বজায় রাখতে পোশাকের রঙ পরিবর্তন না করার দাবিতে আন্দোলন তীব্র থেকে তীব্রতর করার হুঁশিয়ারি দিল প্রাক্তনীরা।
সৌভিক কুণ্ডা আরো বলেন,” বিভিন্ন বিদ্যালয়ের পোশাকের রঙ নীল সাদা করতে চাপিয়ে দেওয়া হচ্ছে একাধিক স্কুলের প্রধান শিক্ষক এমনটা জানাচ্ছেন। আমরা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছি। আগামীতে স্কুলের পড়ুয়ারা স্কুলের পোশাকের রঙ পরিবর্তনের দাবিতে আন্দোলনে সামিল হতে চলছে।”