সংবাদদাতা, জলপাইগুড়ি, ৮ অক্টোবর : ক্রেনের সাহায্যে হল প্রতিমা নিরঞ্জন জলপাইগুড়ি কিংসাহেব ঘাটে । অন্যদিকে সমাজপাড়া, মাসকালাইবাড়ি ও বাবুঘাটে প্রতিমার নিরঞ্জন হল। ঘাটগুলোতে কম মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। উল্লেখ্য এদিন শুক্রবার শহরে প্রায় কুড়ি’টি বড় পুজো কমিটিকে নিয়ে কার্নিভাল হওয়ার প্রস্তুতি করা হয় প্রশাসনের তরফে।
কিন্তু মালবাজারের হড়পা বানের ঘটনায় সবটাই বদলে দিয়েছে। বাতিল হয়েছে কার্নিভাল। এদিন বেশিরভাগ পুজো কমিটির সদস্যের বুকে কালো ব্যাচ দেখা গেল । এদিন কিংসাহেবঘাটে হাতে গোনা পুজো কমিটি কিছু সদস্য ও পুলিশ ছাড়া কাউকে দেখা গেল না ঘাটে। নিরঞ্জনকে কেন্দ্র করে সকলের উদ্দীপনা আনন্দ কোথায় যেন হারিয়ে গিয়েছে। জেলা প্রশাসনের তরফে দুর্ঘটনা এড়াতে পর্যাপ্ত পুলিশ, সিভিল ডিফেন্সের সদস্য, দমকল বাহিনী ঘাট গুলিতে রাখা ছিল। পুর কর্মী ও নৌকা প্রস্তুত ছিল। কোন পুজো কমিটিকে নদীতে নামতে দেওয়া হচ্ছে না। এক পুজো কমিটির সম্পাদক বলেন কালো ব্যাচ পরে নিস্তব্ধতা বজায় রেখে প্রতিমা নিরঞ্জনের নিয়ম পালন করলাম।