ডিজিটাল ডেস্ক : মালবাজারের মতো ঘটনা যদি বাবুঘাটে হত, বা কলকাতার কোন ঘাটে হত তবে মমতা বন্দ্যোপাধ্যায় কার্নিভাল করতেন না। শনিবার এমন ভাষাতেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে আক্রমন করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বুধবার মালবাজারের মাল নদীতে বিসর্জনের সময় হরপা বানে আট জন মানুষের মৃত্যু হয়। তারপর জলপাইগুড়িবাসীর দাবী মেনে জলপাইগুড়িতে প্রশাসন পুজোর কার্নিভাল বাতিল করে। কিন্তু আজ মহা নগরী সহ শুক্রবার রাজ্যের অন্যান্য জায়গায় যথারীতি কার্নিভাল অনুষ্ঠিত হয়।
আজ রেড রোডে অনুষ্ঠিত কার্নিভাল নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে শুভেন্দু বাবু বলেন, “শুনুন এটা যদি বাবুঘাটে হত, বা কলকাতার কোন ঘাটে হত তবে মমতা বন্দ্যোপাধ্যায় কার্নিভাল করতেন না। উত্তরবঙ্গে হয়েছে বলেই নাচন কোদন করবেন। সরকারি টাকায় মোছৰ। তাতে দুর্গা ঠাকুরের ছবি নেই। কিন্তু ওনার দাঁত কেলানো ছবি প্রচুর থাকবে।
মালের ঘটনার পরে এই উৎসব করার কি দরকার ওনার। এটা উত্তরবঙ্গ বলেই করেছে। এই জন্যই তো উত্তরবঙ্গের লোক আলাদা রাজ্য চায়, আলাদা থাকতে চায়। কেন্দ্র শাসিত অঞ্চল চায়। কলকাতায় থাকা এই সমস্ত নেতারা, কর্তারা এরা বিভিন্ন সময় উত্তরবঙ্গকে অবহেলা বঞ্চনা করেছেন। এত বড় একটা দুর্ঘটনার পর কি করে করেন উৎসব। অত্যন্ত নিন্দনীয় ও লজ্জ্বাজনক।”