“এসো-মা-লক্ষ্মী-বসো-ঘরে”- আজ ঘরে ঘরে শুরু হয়ে গেছে এই আবেদন

সংবাদদাতা, জলপাইগুড়ি, ৯ অক্টোবর : এসো-মা-লক্ষ্মী-বসো-ঘরে। রবিবার সকাল থেকেই ঘরে ঘরে শুরু হয়ে গেছে এই আবেদন। কোজাগরী লক্ষ্মী দেবীর আরাধনায় মেতে উঠেছেন গৃহস্থরা জলপাইগুড়িতে ঘরে ঘরে শুরু হয়ে গেছে লক্ষ্মীপুজো।

মা লক্ষী হলেন ধন সম্পদের দেবী। সৌভাগ্য ও সমৃদ্ধির জন্য লক্ষী দেবীর আরাধনা করা হয়ে থাকে । কোজাগরী পূর্ণিমার দিন ঘরে ঘরে পূজিত হন মা লক্ষী। বাংলায় শারদীয়া দুর্গোৎসবের পর আশ্বিন মাসের শেষ পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষীর আরাধনা করা হয়। ‘কোজাগরী ‘কথাটির অর্থ কে জেগে আছো ! কথিত আছে হিন্দু পুরাণ মতে আশ্বিনের এই পূর্ণিমার রাতে দেবী লক্ষী এসে ঘরে ঘরে খোঁজ নিয়ে যান কে জেগে আছে। এই রাতে যে জেগে দেবীর আরাধনা করেন তার ঘরেই প্রবেশ করেন দেবী লক্ষী। ধন, যশ, খ‍্যাতি সুস্বাস্থ‍্যের জন্য দেবী লক্ষীর আরাধনায় মেতে ওঠে বাংলার প্রায় প্রতিটি পরিবার। এদিন সংসারে সুখ সমৃদ্ধি লাভের পাশাপাশি সমাজের সব মানুষের মঙ্গল কামনায় এই পুজোর আয়োজন করা হয় বলে জানা গেছে।

লক্ষ্মীপুজো মানেই নাড়ু, মোয়া, মুড়কি তৈরির তোড়জোড় সর্বত্র। যদিও এখন বাজারে সব কিছুই রেডিমেড পাওয়া যায়। লক্ষ্মীপুজো উপলক্ষে পুজো শেষে মা লক্ষ্মীর পাঁচালি পড়তে দেখা যাচ্ছে গৃহিণীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *