সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৫ অক্টোবর : জলপাইগুড়ির পাতকাটা গ্রাম পঞ্চায়েত এলাকার কালিয়াগঞ্জ ক্লাব ময়দানে শনিবার তৃনমূলের সাংগঠনিক সদর ব্লক (২)এর বিজয়া সম্মিলনী ও বুথ কর্মীদের সংবর্ধনা জ্ঞাপন আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম ও আইন মন্ত্রী মলয় ঘটক।

দলের বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রচারের পাশাপাশি দশমীর দিন মালবাজারে হরপা বানে উদ্ধারকারীদের গায়েও তৃনমূলের তকমা লাগিয়ে দিলেন এদিনের মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের শ্রম ও আইন মন্ত্রী মলয় ঘটক।

এদিকে মন্ত্রীর করা ওই মন্তব্যকে কটাক্ষ করেছেন জেলা বিজেপি সম্পাদক শ্যাম প্রসাদ। তিনি বলেন মালবাজারের ওই ঘটনার দায় শাসক দলের কোন নেতা মন্ত্রী ঝেড়ে ফেলতে পারেন না। তাছাড়া মানুষের মৃত্যু নিয়ে রাজনীতি করতে তারা ভালো বাসেন। এখন বলছেন যারা উদ্ধার কাজ করছে তারা সকলেই তৃনমূল।
এদিনের অনুষ্ঠানের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন জেলা তৃনমুল সভাপতি মহুয়া গোপ, এসটি এসসি সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাস, জেলা যুব তৃনমূল সভাপতি সৈকত চ্যাটার্জী সহ অন্যান্য নেতানেত্রীরা।