মালবাজারে হরপা বানে নিহতদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সাথে দেখা করলেন মুখ্যমন্ত্রী

সংবাদদাতা, মালবাজার, ১৭ অক্টোবর : পূর্ব ঘোষণা মতো মালবাজারে পৌঁছালেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুপুরে বিশেষ বিমানে করে প্রথমে হাসিমারা বায়ু সেনা ঘাটিতে নামেন তারপর সেখান থেকে মালবাজারের বড়দিঘি উচ্চবিদ্যালয়ে হেলিকপ্টার থেকে নেমে সবার আগে বিজয়া দশমীর দিন হরপা বানে নিহতদের বাড়িতে যান মুখ্যমন্ত্রী।

এদিন ছ’টি পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। মৃতদের পরিবারের সদস্যদের সাথে দেখা করে কথা বলেন তিনি। এই ঘটনায় তিনি তার শোক সমবেদনা প্রকাশ করেন উক্ত পরিবারের মাঝে গিয়ে। মৃতদের পরিবারের তরফে একজনের স্থায়ী চাকরির আর্জি জানানো হয় মুখ্যমন্ত্রীর কাছে।

The Chief Minister went to the house of the victims of Harpa bus in Malbazar and met the family members

মুখ্যমন্ত্রীও তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন পাশাপাশি মঙ্গলবার প্রশাসনিক বৈঠকে সকলকে আসতে আমন্ত্রণ জানিয়েছেন তিনি। সেইসাথে এই ঘটনায় যাঁরা অনেকের প্রাণ বাঁচিয়েছেন তাঁদেরও এই বৈঠকে আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী বলে জানা গেছে।এদিন মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, বুলুচিক বরাইক সহ জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *