উদ্ধার একটি বিরল প্রজাতির কচ্ছপ

বিশ্বজিৎ নাথ, কলকাতা, ১৮ অক্টোবর : উদ্ধার একটি বিরল প্রজাতির কচ্ছপ। রবিবার রাতে কাজ থেকে বাড়ি ফেরার পথে রাস্তায় গৃহবধূ প্রিয়াঙ্কা বিশ্বাস কচ্ছপটিকে দেখতে পান। তিন-চারটে কুকুর ওই কচ্ছপটিকে ঘিরে ধরেছিল। প্রিয়াঙ্কা দেবী কচ্ছপটিকে কুকুরদের কবল থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। এরপর যত্ন করে কচ্ছপটিকে বাড়িতে রেখে দেন।

কিভাবে কচ্ছপটিকে আবার প্রকৃতির বুকে ফিরিয়ে দেওয়া যায় সে নিয়ে খোঁজ খবর শুরু করেন পরদিন থেকে। এরপর খবর দেন বন দপ্তরের কর্মীদের। খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা মঙ্গলবার প্রিয়ঙ্কা দেবীর বাড়িতে আসে এবং প্রিয়ঙ্কা দেবী কচ্ছপটিকে বন দপ্তরের কর্মীদের হাতে তুলে দেন।
বন দপ্তরের কর্মীরা কচ্ছপটিকে নিয়ে গঙ্গায় ছেড়ে দেন।

এ নিয়ে প্রিয়ঙ্কা দেবী জানান, তিনি কচ্ছপটিকে সুস্থ ভাবে প্রকৃতির বুকে ফিরিয়ে দিতে পেরে খুব খুশি।

অপরদিকে রেসকিউ টিমের সদস্য
প্রতাপ দাস জানান, প্রিয়ঙ্কা দেবীর কাজে তারা ভীষণ খুশি। তিনি সকলকে এভাবেই বন্যপ্রাণ রক্ষায় এগিয়ে আসার অনুরোধ করেন। সেইসাথে ইকো সিস্টেম রক্ষার কথা বলেন।

ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার জগদ্দলের কাউগাছি-১ গ্রাম পঞ্চায়েতের চন্ডীতলা ব্রাহ্মণপাড়া এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *