ঐতিহ্যবাহী স্কুল ইউনিফর্ম ফিরিয়ে দেওয়ার দাবিতে ময়নাগুড়ি শহরে মিছিল পথসভা ছাত্র যুবদের

সংবাদদাতা, জলপাইগুড়ি, ২০ অক্টোবর : অবিলম্বে দুর্নীতিমুক্ত শিক্ষক নিয়োগের দাবীতে ও স্কুল ইউনিফর্মের রঙ পরিবর্তন করে নীল সাদা করার বিরুদ্ধে ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশন ও ভারতের ছাত্র ফেডারেশন ময়নাগুড়ির ডাকে পথসভা ও মিছিল সংগঠিত হয় ময়নাগুড়ি শহরে।

বুধবারের এই পথসভায় বক্তব্য রাখেন ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির মুখপত্র যুবশক্তি পত্রিকার সম্পাদক কলতান দাসগুপ্ত, ডিওয়াইএফআই জলপাইগুড়ি জেলা সম্পাদক প্রদীপ দে, এসএফআই জেলা সম্পাদক অরিন্দম ঘোষ সহ জলপাইগুড়ি জেলা ছাত্র ও যুব আন্দোলনের নেতৃত্বরা। যুবনেতা কলতান দাশগুপ্ত বলেন, রাজ্যজুড়ে ব মার্কা নীল সাদা পোশাক তৈরীর নামে সরকারি অর্থ তছরুপ হয়েছে। যোগ্য চাকরি প্রার্থীরা দিনের পর দিন অবস্থানে বসে আছে, অযোগ্যদের টাকা দিয়ে চাকরি হয়েছে।

Pathsabha student youth march in Mainaguri town demanding return of traditional school uniform

অযোগ্যদের বরখাস্ত করে অবিলম্বে সমস্ত যোগ্য প্রার্থীদের চাকরির দাবিতে, স্কুলের ঐতিহ্যবাহী পোশাক ফিরিয়ে দেওয়ার দাবিতে ছাত্র যুবরা লড়াই চালিয়ে যাচ্ছে তারই অঙ্গ হিসাবে বুধবার জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি শহরে ছাত্র যুবদের এই কর্মসূচি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *