সংবাদদাতা, জলপাইগুড়ি, ৩১ অক্টোবর : টাকা ধার নিয়েছে শ্বশুর। ফাঁকা বাড়িতে সুদের টাকা নিতে এসে পুত্রবধূর শ্লীলতাহানির চেষ্টা সুদখোরের। আটক করে পুলিশের হাতে তুলে দিল এলাকাবাসী।
রবিবার রাতে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি সদর ব্লকের নাজির পাড়া এলাকায়। স্থানীয় পঞ্চায়েতের স্বামী মগদ রায় জানান, যে মহিলার সঙ্গে এমন আচরণ করা হয়েছে তার শ্বশুর নাকি সেই যুবক জয়ন্ত বর্মনের কাছ থেকে ধারে টাকা নিয়েছে। আজ রাতে যখন বাড়িতে উক্ত মহিলা একা তখন সেই যুবক টাকার সুদ নেওয়ার নামে ঘরে ঢুকে ওই মহিলার সাথে অশালীন আচরণ করে বলে অভিযোগ। এরপর মহিলার চিৎকারে এলাকাবাসীরা ওই যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
অপরদিকে অভিযোগকারী মহিলা জানান, আমার শ্বশুর নাকি ওই যুবকের কাছ থেকে টাকা ধার নিয়েছে। কিন্তু আজ ফাঁকা বাড়িতে এসে আমাকে খারাপ প্রস্তাব দিলে আমি চিৎকার করি।
যদিও অভিযুক্ত যুবকের শ্বশুর রঞ্জিত দাস এই ব্যাপারে সংবাদ মাধ্যমে বিশেষ কিছুই বলতে চান নি।