সকাল সকাল জলপাইগুড়িতে মারাত্মক দুর্ঘটনা। গুরুতর আহত একজন

সংবাদদাতা, জলপাইগুড়ি, ৪ নভেম্বর : সিগন্যালে দাঁড়িয়ে থাকা একটি তিন চাকা পণ্যবাহী ছোট সবজি বোঝাই গাড়িতে সজোরে ধাক্কা বালি বোঝাই ডাম্পারের। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহর সংলগ্ন ৩১ নং জাতীয় সড়কের পাহাড়পুর মোড় এলাকায়। সকাল সকাল এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।

স্থানীয়রা জানান, শুক্রবার পাহারপুর মোড়ে রাস্তার ধারে সিগন্যালে দাঁড়িয়ে থাকা এক সবজি বোঝাই ছোট গাড়ির পেছনে সজোরে ধাক্কা মারে একটি বালি বোঝাই ডাম্পার। ছোট সবজি বোঝাই গাড়িতে চালকসহ আরো একজন ছিল বলে জানা গেছে।

Fatal accident in Jalpaiguri.  One seriously injured

ঘটনায় ছোট গাড়ির চালক গুরুতর আহত হয়। তাকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। ঘাতক ডাম্পার গাড়িটিকে স্থানীয়রা আটক করলেও ডাম্পারের চালক পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনার তদন্তে জলপাইগুড়ি কোতয়ালি থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *