নির্মাণ কর্মীদের বিভিন্ন সমস্যা সংক্রান্ত বিষয়ে রাজ্যের শ্রম মন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান

সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৬ নভেম্বর :
জলপাইগুড়ি নির্মাণ শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে জলপাইগুড়ি জেলা শ্রম আধিকারিকের মাধ্যমে রাজ্যের শ্রম মন্ত্রীর কাছে তুলে দেওয়া হল। জলপাইগুড়ি জেলা নির্মাণ কর্মী ইউনিয়নের পক্ষ থেকে দাবি করা হয়, শ্রম কোডের মাধ্যমে কেন্দ্রীয় সরকার যে আইনগুলোকে বাতিল করতে চাইছে তার তীব্র বিরোধিতা করা হয়। পরিযায়ী শ্রমিক আইন ১৯৭৯ বাতিল করা কোনভাবেই যাবে না এই দাবিও তোলা হয়। শ্রমিক স্বার্থ বিরোধী শ্রম কোড বাতিল করতে হবে এই দাবি জানানো হয়। পাশাপাশি নির্মাণ সামগ্রীর দাম কমানো, জিনিসের দাম কমানো এবং নির্মাণ শ্রমিকদের মজুরি দাবিতে আজকের ডেপুটেশন বলে জানান সংগঠনের নেতৃত্বরা। সংগঠনের পক্ষ থেকে জানানো হয় বিভিন্ন স্কুল থেকে গরিব ছাত্ররা স্কুল বাদ দিয়ে নির্মাণ কাজে যুক্ত হচ্ছে এদের স্কুলে ফিরিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগ গ্রহণ করতে হবে শিক্ষা এবং শ্রম দপ্তরকে। নির্মাণ শ্রমিকদের সামাজিক সুরক্ষা থেকে যেভাবে বঞ্চিত করছে বর্তমান তৃণমূল সরকার তার প্রতিবাদ জানানো হয় এবং নির্মাণ শ্রমিকদের তার প্রাপ্য সামাজিক সুরক্ষার দাবি জানানো হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন কৃষ্ণ সেন অমিত দাস, সায়ন রায়, বাপ্পা সরকার, মানিক রাহা শিবু রায় সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *