সংবাদদাতা, জলপাইগুড়ি, ২০ নভেম্বর : ষষ্ঠতম দুয়ারে সরকার অনুষ্ঠিত হল জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া অঞ্চল অন্তর্গত পান্ডাপাড়া কালীবাড়ি এলাকার একটি বিদ্যালয়ে। শনিবার সকাল থেকেই খড়িয়া অঞ্চল অন্তর্গত বিভিন্ন এলাকার উপভোক্তারা ভিড় জমাতে থাকেন দুয়ারে সরকারের ক্যাম্পে । খড়িয়া অঞ্চল উপপ্রধান সুভাষ চন্দ বলেন, সম্ভবত এটাই এ বছরের শেষ দুয়ারে সরকার। প্রচুর মানুষ আজ এসেছেন দুয়ারে সরকারের ক্যাম্পে তাদের নিজস্ব কাজ করতে।

যথেষ্ট ভালো সাড়া পাওয়া আজ গেছে বলে তিনি জানান। স্বাস্থ্য সাথী, লক্ষীর ভান্ডার, জমির পাট্টা সহ একাধিক ক্যাম্প এদিন অনুষ্ঠিত হয়। এ বছরের মত এই ক্যাম্প শেষ হলেও প্রয়োজন অনুসারে নতুন বছরে ফের দুয়ারে সরকারের ক্যাম্প হতে পারে বলে জানান সুভাষ বাবু।