আগামী ২৬ নভেম্বর রাজভবন অভিযানের ডাক সংযুক্ত কিষান মোর্চার

Next November 26th Raj Bhavan Abhiyan call linked Kisan Morchar

বিশ্বজিৎ নাথ, কলকাতা : কেন্দ্রীয় সরকারের কৃষক বিরোধী নীতির বিরুদ্ধে আগামী ২৬ নভেম্বর রাজভবন অভিযানের ডাক দিল সংযুক্ত কিষান মোর্চা। বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে সংযুক্ত কিষান মোর্চার নেতা অভিক সাহা বলেন, কলকাতায় তারা বড় ধরনের জমায়েত করবেন। অভিক বাবুর কথায়, শুধু এরাজ্যের কলকাতা নয়, ওই দিন দেশের ২৮ টি রাজ্যের প্রতিটি রাজভবনের সামনে সমাবেশ করবে বিক্ষোভ দেখাবে সংযুক্ত কিষান মোর্চা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *