সংবাদদাতা, জলপাইগুড়ি : এবার প্রকৃতি প্রেমী সংস্থা এগিয়ে এলো করলা নদীকে দূষণ মুক্ত করতে, ছাড়া হলো মাছের পোনা। রবিবার জলপাইগুড়ির একটি প্রকৃতি প্রেমী সংস্থার উদ্যোগে করলা নদীর স্বাভাবিক জীবন ফিরিয়ে এনে জীববৈচিত্র কে রক্ষা করার উদ্দেশ্যে নদীর জলে ছাড়া হলো মাছের পোনা। এই অনুষ্ঠানের উদবোধন করেন জলপাইগুড়ি পুরসভার পুর মাতা পাপিয়া পাল। তিনি বলেন, পরিবেশ রক্ষা করা আমাদের সবার কর্তব্য।
