সংবাদদাতা, জলপাইগুড়ি : ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের দেবীপুর চা বাগানের কাছে। ঘটনা প্রসঙ্গে জানা গেছে নেওড়া মোড়ের বাসিন্দা ভেঙ্গচেং ওরাওঁ নামে এক ব্যক্তি রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার দেবীপুরের পাশে আত্মীয়ের বাড়িতে এসেছিলেন। বৃহস্পতিবার বিকেলবেলা আনুমানিক সাড়ে চারটার সময় আত্মীয় বাড়ি থেকে বাড়ি ফিরছিলেন সাইকেল নিয়ে দেবীপুর চা বাগান সংলগ্ন রাস্তা দিয়ে। সেই সময় চা বাগান থেকে হঠাৎ লাফিয়ে পড়ে একটি বাঘ এবং আহত করে ভেঙ্গচেং ওরাওঁ কে। আহত ভেঙ্গচেং ওরাওঁ জানান, বাড়ি ফিরছিলাম সে সময় আচমকা চা বাগান থেকে আমার হাতের উপর একটি বাঘ আক্রমণ করলে আমি হাত দিয়ে জোরে ছিটকে দেই। বাঘটি পড়ে গিয়ে পালিয়ে যায় বলে তিনি জানান ।
এদিকে স্থানীয় বাসিন্দা মুক্তার আলী, খলিলুর রহমান সুদীপ রায়ের উদ্যোগে পদ্মশ্রী করিমুল হকের সাথে যোগাযোগ করলে করিমুল হক অ্যাম্বুলেন্স পাঠিয়ে দেন এবং করিমুল হকের মানব সেবা সদন হাসপাতালে নিজেই রোগীটিকে ড্রেসিং করেন । প্রাথমিক চিকিৎসার পর করিমুল হকের উদ্যোগে আহত ব্যক্তিটিকে হাসপাতালে নিয়ে যেতে বলা হয় বলে আহত ব্যাক্তির আত্মীয়দের সূত্র মারফত জানা গেছে। করিমুল হক বনদপ্তরের কাছে বাঘের আক্রমণ থেকে মানুষকে বাঁচাতে বাঘ ধরার খাঁচা পাতার ব্যবস্থা করার আর্জি জানিয়েছেন।