জলপাইগুড়ি থেকে বিহারে শিক্ষকতা করতে গিয়ে অস্বাভাবিক মৃত্যু হলো যুবকের, এলাকায় শোকের ছায়া

সংবাদদাতা, জলপাইগুড়ি : জলপাইগুড়ি কোতোয়ালি থানার সানু পাড়ার জয় প্রধান (৩৪) জলপাইগুড়ির একটি নামি ইংরেজি মাধ্যম স্কুলের প্রাক্তন ছাত্র। স্নাতক হবার পর বিহারের বৈশালী জেলায় অবস্থিত দেশের অন্যতম একটি ইংরেজি মাধ্যম স্কুলে শিক্ষকতা করছিলেন। আচমকাই শুক্রবার পরিবারের কাছে খবর আসে জয় অসুস্থ।

দ্রুত পরিবারের লোকজন ছুটে যায় বিহারে, তবে ততক্ষনে সব শেষ। অবশেষে রবিবার ভোরে জলপাইগুড়ির সানু পাড়ার বাড়িতে পৌঁছলো জয় প্রধানের কফিন বন্দি নিথর দেহ। পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন মৃত জয়। ঘটনা প্রসঙ্গে এলাকার তৃণমূল দলের পঞ্চায়েত সদস্যার প্রতিনিধি বিনোদ বাসফর জানান, এলাকার শিক্ষিত যুবক ছিল জয় প্রধান। এমন ঘটনায় আমরা সবাই মর্মাহত। আমরা এই মৃত্যুর প্রকৃত তদন্ত দাবী করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *