বিশ্বজিৎ নাথ, কলকাতা : অভিনেতা জিতু কামাল ও তাঁর স্ত্রী অভিনেত্রী নবনীতা দাসকে পুলিশি হেনস্থার অভিযোগ উঠেছে। তারই প্রতিবাদে শুক্রবার নিমতা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাল বিজেপির মহিলা মোর্চা। বিজেপির রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী তনুজা চক্রবর্তী ও বিজেপি নেত্রী অর্চনা মজুমদারের নেতৃত্বে দীর্ঘক্ষণ চলে থানা ঘেরাও করে বিক্ষোভ। তারপর তারা থানায় স্মারকলিপি জমা দেন। তনুজা চক্রবর্তীর অভিযোগ, বাংলায় মহিলারা সুরক্ষিত নন।

থানা চত্বরেই সেলিব্রেটিকে ধর্ষণ করে খুন করার হুমকি দেওয়া হয়েছে। আর পুলিশ দর্শকদের ভূমিকায়। অভিযোগ উঠেছে, নিমতা থানার মাঝেরহাটি মোড়ে বৃহস্পতিবার দুপুরে অভিনেতা ও অভিনেত্রীদের গাড়িতে এসে ধাক্কা মারে একটি পণ্যবাহী পিকআপ ভ্যান। ঘটনাস্থলে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা বেধে যায়। তারপর উভয়পক্ষ হাজির হন নিমতা থানায়। নবনীতার অভিযোগ, পুলিশের উপস্থিতিতে দেখে নেবার হুমকি দেয় ঘাতক গাড়ির চালক ও তাঁর সহযোগীরা।

অথচ পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি। তবে অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে নিমতা থানার পুলিশ ইতিমধ্যেই পিকআপ ভ্যানের চালক, খালাসি-সহ চারজনকে গ্রেপ্তার করেছে। পাল্টা অভিযোগ দায়ের করেন অভিযুক্তরাও।