জলপাইগুড়ি শহরে এসে টোটো চালকের হাতে আক্রান্ত মহিলা

সংবাদদাতা, জলপাইগুড়ি : বড়দিন উৎসবের প্রাক মুহূর্তে শহরে এসে টোটো চালকের হাতে আক্রান্ত মহিলা। শনিবার বিকেলে জলপাইগুড়ি পোস্ট অফিস মোড়ের এই ঘটনা নিয়ে চিন্তিত অনেকেই। জানা গেছে, জলপাইগুড়ি শহর সংলগ্ন মোহিতনগর থেকে গীতা দে নামের এক মহিলা বেগুনটারি থেকে টোটো করে বড় পোস্ট অফিস মোড়ে আসে। খুচরো টাকা না থাকায় টোটো ভাড়া দিতে সামান্য দেরি হতেই টোটো চালক প্রকাশ্যে ওই মহিলাকে অসভ্য ভাষায় গালাগালি করার পাশাপাশি চড় মারে বলে অভিযোগ। প্রকাশ্যে এক মহিলার ওপর আক্রমণের এমন ঘটনা দেখেই ঘটনাস্থলে উপস্থিত সাধারণ মানুষ রুখে দাঁড়ায় এবং টোটো চালককে আটক করে রাখে।

অভিযুক্ত টোটো চালক

পরবর্তীতে জলপাইগুড়ি কোতয়ালি থানার পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার করে নিয়ে যায়। তবে বড়দিনের উৎসব শুরুর ঠিক আগেই দিনের আলোতে শহরের অন্যতম গুরুত্বপূর্ণ জায়গায় এক মহিলার ওপর আক্রমণের ঘটনায় হতবাক হয়েছেন পথচলতি সাধারণ মানুষজন।

আক্রান্ত মহিলা

শহরে ক্রমবর্ধমান টোটোর অত্যাচারে নাজেহাল সাধারণ মানুষ। কিন্তু টোটোকে রাশ টানতে ব্যর্থ প্রশাসন। তারপর আজকের এই ঘটনা বেশ কিছু প্রশ্ন তুলে দিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *