বিশ্বজিৎ নাথ, কলকাতা : বুধবার সকালে পেটে ব্যথা ও বমি নিয়ে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছিল ভাটপাড়া পুরসভার ৭ নম্বর গলির বাসিন্দা ১২ বছরের চান্দি চৌধুরী। বেলার দিকে ওঁর মৃত্যু হয়। এরপর চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালে বিক্ষোভ দেখায় মৃতার পরিবার ও পড়শিরা। উত্তেজনার খবর পেয়ে জগদ্দল থানার পুলিশ এসে পরিস্থিতির সামাল দেয়।

মৃতার বাবা মোহন লাল চৌধুরীর অভিযোগ, স্যালাইন দেবার পর মেয়ে ঠিক ছিল। কিন্তু ইনজেকশন দেবার পর ওঁর মৃত্যু হয়েছে। মোহন বাবুর অভিযোগ, ভূল ইনজেকশন দেওয়ায় তাঁর মেয়ের মৃত্যু হয়েছে। যদিও হাসপাতাল সুপার মিজানুল ইসলাম বলেন, চিকিৎসা পরিষেবায় কোনও খামতি ছিল না। ময়নাতদন্তের রিপোর্ট এলে ওই কিশোরীর মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে।
