সংবাদদাতা, জলপাইগুড়ি : মৃতদেহ কাঁধে বহন কান্ডে গ্রেপ্তার হওয়া গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক অঙ্কুর দাসকে গ্রেপ্তার করার প্রতিবাদ জানিয়ে জলপাইগুড়ি জেলাশাসকের দপ্তরে স্মারকলিপি দিলেন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তারা।

গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যা দেবশ্রী ভট্টাচার্যের বক্তব্য, বেসরকারি অ্যাম্বুলেন্সের চালকরা অতিরিক্ত টাকা দাবি করায় মৃতার স্বামী ছেলেকে নিয়ে নিজেই মৃতদেহ কাঁধে বাড়ির পথের রওনা হয়েছিলেন।

তখন অঙ্কুর দাস এগিয়ে এসে নিজের স্বেচ্ছাসেবী সংগঠনের শববাহী গাড়ি করে মৃতার দেহ বাড়িতে পৌঁছে দেন। অথচ যিনি মৃতার পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন তাকেই মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে ও গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিয়ে জেলাশাসকের দপ্তরে স্মারকলিপি জমা দেওয়া হল বলে জানান দেবশ্রী ভট্টাচার্য।