সংবাদদাতা, কান্দি : বৃহস্পতিবার সরস্বতী পুজো এবং সাধারণতন্ত্র দিবস উপলক্ষে মুর্শিদাবাদের কান্দির ছায়াপথ সিনেমা হলে অন্যদিনের তুলনায় দর্শকদের ভিড় ছিল তুলনামূলকভাবে বেশি। দীর্ঘদিনের পুরনো এই বিল্ডিং। এদিন পাঠান সিনেমা চলাকালীন আচমকা সিনেমা হলের ছাদ ভেঙে পরে আহত হল পাঁচ জন দর্শক।

ঘটনায় ব্যাপক চাঞ্চল্য গোটা এলাকায়, আহতদের ইতিমধ্যেই উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। কান্দি থানার পুলিশ ঘটনার তদন্ত ইতিমধ্যে শুরু করেছে এবং খতিয়ে দেখছে ছাদ ভেঙে যাওয়ার কারণ।

কান্দির বিধায়ক অপূর্ব সরকার জানান দীর্ঘদিনের পুরনো বিল্ডিং বলে এই সিনেমা হল ভেঙ্গে গেছে। খুবই দুঃখজনক ঘটনা। পুরসভা সিনেমা হল বন্ধ করেছে।

আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, তার জন্য পুরসভা এবং সাধারণ মানুষ সজাগ থাকবে। তবে প্রশ্ন উঠছে সিনেমা হলের ছাদ কিভাবে ভেঙে পড়ল এবং পরিত্যক্ত বিল্ডিং এ কেন সিনেমা হল চালানো হচ্ছিল এতদিন।