প্রতিবন্ধী যুবতীকে অপহরণের অভিযোগ ভগ্নিপতি ও তার বন্ধুর বিরুদ্ধে

বিশ্বজিৎ নাথ, কলকাতা : ২৬ জানুয়ারি সরস্বতী পুজোর দিন দুপুর থেকে নিখোঁজ এক প্রতিবন্ধী যুবতী। যুবতীর পরিবারের অভিযোগ, মুক-বধির তাদের মেয়েকে ফুঁসলিয়ে তুলে নিয়ে গেছে ওর ভগ্নিপতি ও তার বন্ধু। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার শ্যামনগর বাসুদেবপুর থানার কাউগাছি-২ পঞ্চায়েতের অম্বিকাপল্লীর কালিতলা এলাকায়।

নিখোঁজের দিন সন্ধ্যায় বাসুদেবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। যদিও ঘটনার পর থেকেই অভিযুক্ত দুজনের মোবাইল ফোনের সুইচ অফ বলে জানিয়েছেন নিখোঁজ মেয়ের বাবা। মেয়েকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন বাবা ও মা।

Alleged abduction of disabled young woman

নিখোঁজ মেয়ের বাবা সুরজিৎ দাসের অভিযোগ, পুলিশ কোনও পদক্ষেপ নিচ্ছে না। দুজনের মোবাইলের টাওয়ার লোকেট করার চেস্টা করা হচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *