সংবাদদাতা, আলিপুরদুয়ার : অল ইন্ডিয়া পিস্তল শুটিং চাম্পিয়নশিপে অংশগ্রহনের সুযোগ পেল আলিপুরদুয়ারের যুবক রাকেশ শীলশর্মা। রাকেশের বাড়ি আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের উত্তর পারোকাটার এলাকায়। রাকেশ কামাখ্যাগুড়ি শহীদ ক্ষুদিরাম কলেজে থেকে স্নাতক। রাকেশ বিগত ১৫ বছর ধরে খেলাধুলার সঙ্গে যুক্ত। এর আগে বক্সিং, কিক বক্সিং এবং ক্যারাটেতে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে ভালো ফল করেছিল সে।

আর্থিক প্রতিকূলতা ও পর্যাপ্ত পরিকাঠামোর অভাব থাকা সত্ত্বেও রাকেশের এই সাফল্য প্রশংসনীয়।

বক্সিং, ক্যারাটের সাথে রাকেশ পিস্তল এবং রাইফেল শুটিংও প্র্যাকটিস করে। গাজিয়াবাদ থেকে সিলেকশন হয়ে অল ইন্ডিয়া ওপেন পিস্তল শুটিং চ্যাম্পিয়নশিপে খেলার জন্য সে মনোনীত হয়েছে এবং সেই খেলার ছাড়পত্র পেয়ে ২৮ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত লখনৌতে অনুষ্ঠিত অল ইন্ডিয়া পিস্তল শুটিং চাম্পিয়নশিপে খেলার সুযোগ পেয়েছে সে।