ময়নাগুড়ি : বুধবার জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের দোমহানি ২ গ্রাম পঞ্চায়েতের পাইট-কা খোঁচা গ্রামের ১৭ বছর বয়সী এক নাবালক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। মৃতের নাম দেবজিত রায়। মৃত নাবালক ময়নাগুড়ির শিঙিমারী চন্দ্রদেব হাইস্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র।
পরিবার সূত্রে জানা যায়, বুধবার ভোরে জেঠুর তৈরি নতুন ঘরের বারান্দায় গলায় দড়ির ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় সে। প্রতিদিনের মতো মৃতের ঠাকুমা ভোর ছটা নাগাদ ঘুম থেকে উঠেই দেখতে পান নাতি ঘরের বারান্দায় ঝুলছে। তা দেখে তিনি চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসেন। তখনি দেহ নামিয়ে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দেবজিৎকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে ময়নাগুড়ি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। মৃতের কাকা দয়াল রায় সহ অন্যরা বলেন, দেবজিৎ এলাকায় ভালো ছেলে বলে সুনাম আছে। সেই সঙ্গে সে মেধাবী ছাত্র। বাড়িতে কোন অশান্তি ছিল না। তারা বলেন, দেবজিতের সঙ্গে কোন মেয়ের প্রেমের সম্পর্ক ছিল বলে মনে করেন তারা। আর সেই কারণেই এই আত্মহত্যা বলে ধারণা তাদের। তারা চাইছেন, পুলিশ ঘটনার তদন্ত করুক।