সংবাদদাতা, জলপাইগুড়ি : ভাওয়াইয়া গানের প্রচার, প্রসার এবং নবীন প্রজন্মকে উৎসাহিত করবার লক্ষে অনুষ্ঠিত হলো “মাটির দেতারা”। অনুষ্ঠানটি পরিচালনা করলো জলপাইগুড়ি অডিও এন্ড ভিডিও ওয়ার্কার্স ওয়েলফেয়ার সোসাইটি এবং প্রযোজনায় ছিলো স্নিগ্ধা রেকর্ডস ।

ভাওয়াইয়া গানের এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি জেলার সদর ব্লকের মালকানি হাট প্রাঙ্গনে। এদিনের মঞ্চটি বিশিষ্ট লোকশিল্পী তথা গিটার বাদক কংকন রায় স্মৃতি মঞ্চ নামে নামাংকিত করা হয়েছিল। প্ৰসংগত কংকন রায় গত ১৮ই জানুয়ারী ২০২৩ হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে।

অনুষ্ঠানটির আয়োজক জহরলাল রায় বলেন, “সাম্প্রতিককালে ভাওয়াইয়া গানের চর্চার জন্য নতুন প্রজন্মকে খুব একটা আগ্রহী হতে দেখা যাচ্ছে না, তাই উত্তরবাংলার গৌরবময় ভাওয়াইয়া গানের প্রতি যাতে উঠতি প্রজন্মের আগ্রহ জন্মায় সেজন্যই এই মাটির দোতারার আয়োজন “। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী শংকর রায় এবং গৌরাঙ্গ রায়, প্রথিতযশা ভাওয়াইয়া শিল্পী এবং দোতারা বাদক চৈতন্য দেব রায়, বেবি রায় বর্মন, শ্যামল রায়, মার্টিনা সিংহ, জীমূত চক্রবর্তী সহ আরো অনেকে। যন্ত্রবাদক হিসাবে ছিলেন যতন রায়(বাঁশিয়াল), সুবোধ রায়(দেশী ঢোলবাদক), পীযুষ রায় (পারকেশনশিল্পী), ভোলানাথ বর্মন (সারিন্দা বাদক), গনেশ সিংহ (ভায়োলিন)। সম্পূর্ণ অনুষ্ঠানটি সুচারু কন্ঠে সঞ্চালনা করে ভাওয়াইয়া প্রেমিকদের মন জয় করে নিয়েছেন অভিজিৎ রায় । জলপাইগুড়ি অডিও এন্ড ভিডিও ওয়ার্কার্স সোসাইটির সভাপতি দেবাশীষ রায় বলেন ” আগামী দিনে ভাওয়াইয়াকে বাচিয়ে রাখতে হলে নূতন প্রজন্মকে দিয়েই সম্ভব, মাটির দোতারা তারই আয়োজন “