অন্তরার দুটো পদক সহ চারটি পদক জয়জয়কার জলপাইগুড়ির


সংবাদদাতা : ৮ম জুনিয়র ও ২৫ তম সিনিয়র জাতীয় বধির ক্রীড়া প্রতিযোগিতায় শুরু হয়ে গেল। জলপাইগুড়ি বধির ক্রীড়া সংস্থার ছয় জন ডেফ খেলোয়াড়দের মধ্যপ্রদেশের ইন্দোরের জন্য তিন জন অ্যাথলিট পদক সাফল্যে সুনাম কৃতিত্ব অর্জন করেছে। জুনিয়র আন্ডার ১৮ বছর বিভাগে প্রেম শা ১০০ মিটারে দৌড় রূপো পদক জিতলেন। সিনিয়র বিভাগে রিয়া রায় লং জাম্পের ৫.২১ মিটার লাফে ব্রোঞ্জ পদক জিতলেন। অন্তরা দত্ত ২০০ মিটার দৌড় ব্রোঞ্জ পদক এবং ৪০০ মিটার দৌড় সোনা পদক জিতলেন। সোনালী বিশ্বাস কোনো স্থান পায়নি। অন্যদিকে ব্যাডমিন্টনে জুনিয়র আন্ডার ১৮ বছর বিভাগে প্রত্যুষ ভট্টাচার্য সিঙ্গেলস রাজস্থানের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে হেরে গেলেন। সিনিয়র বিভাগে অভিষেক বসু সিঙ্গেলস প্রি কোয়ার্টার হরিয়ানার কাছে এবং ডাবলসে কোয়ার্টার ফাইনালে বিহারের কাছে হেরে গেলেন। জলপাইগুড়ি বধির ক্রীড়া সংস্থা তিন জন খেলোয়াড়দের পদক জেতার সাফল্যের খুব খুশি, আরো উন্নতি দরকার। হেরে যাওয়ার প্রত্যুষ ও অভিষেক পারফরম্যান্সের ভালো খেলেছে। তিন জন পদক জেতার আমরা ডেফ ক্রীড়া সংস্থা খুব গর্বিত। আগামী দিনে জলপাইগুড়ি বধির ক্রীড়া সংস্থা তিন জন ডেফ খেলোয়াড়দের বিশেষ সম্বর্ধনা দেওয়া হবে, একথা জানিয়েছেন কার্যকরী সভাপতি শ্বাশ্বতী গুহ রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *