পুরসভার ভোটে প্রহসনের প্রতিবাদে কালা দিবস পালন করবে জলপাইগুড়ি কংগ্রেস

সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৪ ফেব্রুয়ারি ২০২৩ : গতবছর ২৭শে ফেব্রুয়ারি জলপাইগুড়ি পুরসভার ভোটে প্রহসন করেছিল শাসক দল তৃণমূল কংগ্রেস। ঠিক এক বছর পর এরই প্রতিবাদে শহর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আগামী ২৭শে ফেব্রুয়ারি দিনটিকে কালা দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার জলপাইগুড়ি জেলা কংগ্রেস কার্যালয় রাজীব ভবনে এক সাংবাদিক বৈঠক করে এমনই জানালেন শহর ব্লক কংগ্রেস সভাপতি অম্লান মুন্সী। অম্লান বাবু বলেন, গত নির্বাচনগুলিতে ছাপ্পা ভোট, রিগিং প্রভৃতি করেছে শাসক দল।

Jalpaiguri Congress will celebrate Kala Divas to protest the farce in the municipal elections

পুরনির্বাচনে সাধারণ মানুষের পাশাপাশি আক্রান্ত হয়েছেন সংবাদমাধ্যমের কর্মীরাও। জলপাইগুড়ি পুরসভার অন্তর্গত একাধিক বুথে ছাপ্পা করে ক্ষমতা দখল করেছে তৃণমূল কংগ্রেস বলে দাবি তার। তাই এরই প্রতিবাদে এই কালাদিবস পালন করতে যাচ্ছেন তারা। শুধু পুর নির্বাচন নয়, গত পঞ্চায়েত নির্বাচনেও একই ভাবে প্রহসন করেছে তারা। এবছরের পঞ্চায়েত নির্বাচনেও এধরনের কর্মকাণ্ড তারা করবে- এটুকু নিশ্চিত। তাই সাধারণ মানুষ ওইসব নেতাদের যাতে বুঝিয়ে দেন প্রহসনের মাধ্যমে নির্বাচনে জয়ী হয়ে ফের একই কারণে ভোট চাইতে আসা অনুচিত। তাই আগামী ২৭শে ফেব্রুয়ারি জলপাইগুড়ি কদমতলা মোড়ে কালো ব্যাচ পরে কংগ্রেসের নেতাকর্মীরা এই কালা দিবস পালন করবেন বলে জানিয়েছেন অম্লান বাবু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *