নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি : গাঁজা পাচারের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। ধৃতরা হলেন পৃথীরাজ দাস (রায়গঞ্জের বাসিন্দা) ও দীপঙ্কর রায় (জলপাইগুড়ি শহরের শিরিষতলার বাসিন্দা)।

রবিবার রাতে গোপন সুত্রে খবর পেয়ে সাদা পোশাকের পুলিশ জাতীয় সড়কের গোশালা মোড়ে অভিযান চালিয়ে দুই যুবককে গ্রেফতার করে। ধৃতদের তল্লাশি করতে তিন ব্যাগ গাঁজা পাওয়া যায়। বাজেয়াপ্ত গাঁজার পরিমান প্রায় ১৫ কেজি বলে জানা গেছে। কোচবিহারের দিক থেকে গাঁজা নিয়ে এসে জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায় বিক্রির ছক করেছিল ধৃতরা। তার আগেই পুলিশের জালে দুই পাচারকারী। ধৃতদের সঙ্গে থাকা কয়েকজন সঙ্গী পালিয়ে যায়। তাঁদের খোঁজ চলছে দাবি পুলিশের। সোমবার ধৃতদের জলপাইগুড়ি জেলা ও আদালতে তোলা হয়েছে।