ডিজিটাল ডেস্ক : বলিউডে পা দিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তীর ছোট ছেলে নমশি চক্রবর্তী। বড় ছেলে মহাক্ষয় অনেক আগেই বলিউডে নাম লিখিয়েছেন। এবার রাজকুমার সন্তোষীর পরিচালনায় ‘ব্যাড বয়’ সিনেমায় অভিনয় করলেন নমশি। ২০২০ সালে ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। নানা কারণে আটকে গিয়েছে ছবির মুক্তি। শেষমেশ পরের মাসেই মুক্তি পাবে এই ছবি। নমশির প্রথম ছবি রিলিজের আগে গানের ভিডিও শেয়ার করে নমশি চক্রবর্তীকে শুভেচ্ছা জানিয়েছেন বিগ বি অমিতাভ বচ্চন। ব্যাড বয়’ সিনেমায় নমশির বিপরীতে রয়েছেন আরো এক স্টার কিড আরমিন কুরেশি। প্রযোজক সাজিদ কুরেশির মেয়ে আরমিন। এটা আরমিনেরও প্রথম সিনেমা।
ছবি সৌজন্যে গুগুল