ফের অস্কার জিতল ভারত, দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স ছিনিয়ে নিল সেরার শিরোপা

ডিজিটাল ডেস্ক : ৯৫তম অস্কারের মঞ্চে ভারতীয় সিনেমা নিজেদের স্বাক্ষর রাখল। সেরা স্বল্প দৈর্ঘ্যের ডকুমেন্টারি ফিল্ম বিভাগে সেরার শিরোপা ছিনিয়ে নিল ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স।’ এই বিভাগে অন্যান্য নমিনিরা ছিল, ‘হলআউট, হাউ ডু ইউ মেসার আ ইয়ার’, ‘দ্য মাথা মিচেল এফেক্ট’ এবং ‘স্ট্রেঞ্জার অ্যাট দ্য গেট। দক্ষিণ ভারতের বিস্তীর্ণ অঞ্চলের মাহুতদের জীবন নিয়ে তৈরি হয়েছে ছবিটি।

‘দ্য এলিফ্যান্ট হুইস্পারাস’ সিনেমাটি এমন এক দম্পতিকে নিয়ে যারা একটি হাতিকে তাদের সন্তানের মতো ভালোবাসে। সিনেমাটি একটি প্রাণী, মানুষ এবং প্রকৃতির মধ্যে সম্পর্ক বোঝায়। বোম্মান নামে এক বৃদ্ধ এবং বেলি নামের এক মহিলা তামিলনাড়ুর এক জঙ্গলে থাকেন এবং ওই হাতি লালন-পালন করেন। একটি হাতির জীবনযাত্রা এবং তার সঙ্গে দম্পতির বন্ধন দেখানো হয়েছে ৪০ মিনিটের একটি তথ্যচিত্রে।

‘দ্য এলিফ্যান্ট হুইস্পারাস’ সিনেমাটি, যেটি কোনও প্রত্যাশা ছাড়াই অঙ্গনে প্রবেশ করেছে এবং অস্কার জিতেছে, তা বিশ্বব্যাপী শুভেচ্ছাবার্তায় ভেসে গিয়েছে। ‘আরআরআর’-র অভিনেতা এনটিআর, রাম চরণ, পরিচালক রাজামৌলি, কিরাভানি এবং অন্যান্য যারা অস্কার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তাঁরা ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারাস’ – এর দলকে সাধুবাদ জানিয়েছেন। আরআরআর ম্যানেজমেন্ট টুইটারে সিনেমাটিকে অভিনন্দন জানিয়েছে।

এর আগে ব্যক্তিগত ক্যারিশমায় অনেক ভারতীয় অস্কার জিতেছেন। তালিকায় রয়েছেন ভানু মাখাইয়া, সত্যজিৎ রায়, এ আর রহমানের মতো মহান কুশীলবরা। তবে ভারতীয় প্রোডাকশনে তৈরি সিনেমা হিসাবে কোনও ছবি এর আগে অস্কার পায়নি। এবার সেই ‘খরা কাটিয়ে দিলেন দুই নারী গুনীত মোঙ্গা এবং কেতকী গঞ্জালভেস। ভারতীয় সিনেমার ইতিহাসে পাকাপাকি জায়গা করে নিল দ এলিফ্যান্ট হুইস্পারাস।

ছবি সৌজন্যে ইন্টারনেট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *