জলপাইগুড়ি : গাছের ওপর এক নাম প্রাণ, সেই প্রাণ কে বাঁচিয়ে রাখার বার্তা দোরে দোরে পৌঁছতে সুদূর বাংলাদেশের কুমিল্লা জেলা থেকে সাইকেল চেপে ভারতের পাঁচটি রাজ্যে প্রচার করেছেন মহাম্মদুল হাসান ইফাজ।

গত ফেব্রুয়ারি মাসে ত্রিপুরা রাজ্য থেকে এই সাইকেল যাত্রা শুরু করে উত্তর পূর্ব ভারতের মিজোরাম, মনিপুর, আসাম রাজ্যগুলিতে গাছ বাঁচানো সহ ভারত বাংলাদেশের মৈত্রীর বন্ধনকে আরও মজবুত করার বার্তা দিয়ে সম্প্রতি তিনি জলপাইগুড়িতে পৌঁছান। ইতিমধ্যে হাসান অতিক্রম করেছেন ১৭০০ কিমির বেশি রাস্তা। তার লক্ষ্য ৪২ দিনে ৩০০০ কিমি রাস্তা অতিক্রম করার।

এদিকে এমন একজন পরিবেশ প্রেমী যুবককে নিজের জেলায় পেয়ে তার এই মহৎ কাজ কে উৎসাহিত করার লক্ষ্যে হাসান কে সংবর্ধনা দিলো গ্রীন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংগঠন। এই প্রসঙ্গে সংগঠনের সাধারণ সম্পাদক অঙ্কুর দাস জানান, এই যুবক একশো বছর বেচেঁ থাকে এমন গাছগুলোকে সংরক্ষণ করা এবং ভারত বাংলাদেশের মৈত্রীর বন্ধনকে আরও শক্তিশালী করার উদ্দেশ্যে সাইকেল চালিয়ে প্রচার করতে এতদূর পাড়ি দিয়েছে, ওনার কাজের প্রতি উৎসাহ বাড়াতেই আমরা সংবর্ধনা জ্ঞাপন করেছি।