মাত্র ১২ বছর বয়সেই কাঁপাচ্ছে টলিউড থেকে বলিউড

ডিজিটাল ডেস্ক : মাত্র ১২ বছর বয়সেই কাঁপাচ্ছে টলিউড থেকে বলিউড। ইতিমধ্যেই কাজ করেছেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী, বলিউড অভিনেত্রী করিশ্মা কাপুরের সঙ্গে। কাজ করেছেন বিভিন্ন ধারাবাহিকেও। বলতে গেলে ছোট বড় পর্দা মিলিয়ে মিশিয়ে এই বয়সেই দাপটের সঙ্গে কাজ করতে শুরু করে দিয়েছেন এই খুদে শিল্পী। সম্প্রতি ছোট পর্দায় নতুন সিরিয়ালের নায়িকার ভূমিকায় অভিনয় করে সকলকে মুগ্ধ করে দিয়েছেন। এতটুকু বয়সেই কেরিয়ারে তার সাফল্য আকাশ ছুঁয়েছে। আসুন জেনে নেওয়া যাক এই জনপ্রিয় খুদের সম্পর্কে।

অসম্ভব প্রতিভাময়ী এই খুদে শিল্পীর নাম অয়ন্যা চ্যাটার্জী (Ayanna Chatterjee)। অয়ন্যা অভিনয়ের জগতে পা রেখেছিলেন বাংলা ধারাবাহিকে শিশু শিল্পী হিসেবে। জি বাংলার ‘করুণাময়ী রানী রাসমণি’ ধারাবাহিকে ছোট সারদামণির চরিত্রে প্রথম অভিনয় করেছিলেন তিনি। এই ধারাবাহিকে তার অভিনয় দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন দর্শকরা। এই ধারাবাহিকের পর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি।

ছোটবেলার সারদা চরিত্রে অভিনয়ের পরেই টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর সঙ্গে তিনি ‘মিনি’ ছবিতে মিনির ভূমিকায় অভিনয়ের সুযোগ পেয়েছিলেন। মাসি এবং বোনঝির এই জুটিটা দেখে দর্শকরা যেমন হেসেছেন তেমনই তাদের রসায়ন দর্শকদের কাঁদতেও বাধ্য করেছে।

এরপর বলিউড থেকে অভিনয়ের ডাক পান অয়ন্যা। বলিউড অভিনেত্রী করিশ্মা কাপুরের সঙ্গে তিনি ব্রাউন নামের ওয়েব সিরিজে কাজ করেছেন। এই ওয়েব সিরিজে গুরুত্বপূর্ণ শিশু শিল্পী অহনার চরিত্রে তাকে অভিনয় করতে দেখা গেছে।

বলিউড থেকে ফিরে এসে অয়ন্যা আবার বাংলা ধারাবাহিকে অভিনয় করেন। জি বাংলার ‘বোধিসত্ত্বের বোধবুদ্ধি’ ধারাবাহিকে তিনি ধারাবাহিকের মুখ্য চরিত্র বোধির বান্ধবীর ভূমিকায় অভিনয় করেছিলেন।

এবার স্টার জলসার নতুন ধারাবাহিক “কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ” (Komola O Sriman Prithviraj) এ নায়িকা কমলার চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে তাকে। এই ধারাবাহিকে তার বিপরীতে রয়েছেন সুকৃত সাহা। বাংলা ধারাবাহিকের জনপ্রিয় মুখ অয়ন্যা চ্যাটার্জী ও সুকৃত সাহার জুটি ইতিমধ্যেই দর্শকদের বেশ পছন্দের হয়ে উঠেছে। বিভিন্ন মহলে কমলা রূপী অয়ন্যার অভিনয় বেশ প্রশংসা কুড়োচ্ছে।

অভিনয় করার পাশাপাশি পড়াশোনাও দিব্যি চালিয়ে যাচ্ছেন অয়ন্যা। ধারাবাহিকে অভিনয় করার জন্য প্রতিদিন শুটিং করতে হয় তাকে। কিন্তু তাতেও পড়াশোনায় কোনও খামতি তিনি পড়তে দেন না।

ছবি সৌজন্যে ফেসবুক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *