উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হতেই রং খেলায় মেতে উঠতে দেখা গেলো পরীক্ষার্থীদের

সংবাদদাতা, জলপাইগুড়ি : আজ সোমবার (২৭শে মার্চ) ১৪দিনের মাথায় এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হল নির্বিঘ্নেই। আজ ছিল ভূগোল পরীক্ষা। শহরের বিভিন্ন পরীক্ষাকেন্দ্রগুলি থেকে পরীক্ষার্থীদের হাসিমুখেই এদিন পরীক্ষাকেন্দ্র থেকে বের হতে দেখা যায়।

পরীক্ষা শেষ হতেই জলপাইগুড়িতে রং খেলায় মেতে উঠতে দেখা গেলো পরীক্ষার্থীদের। পরীক্ষা ভালো হয়েছে খুশি প্রকাশ করলেন পরীক্ষার্থীরা। খুশি অভিভাবকরাও। পরীক্ষা শেষে চলল মোবাইলে দেদারে সেলফিতে ছবি তোলা।

পরীক্ষার্থীরা জানাল, এদিনের ভূগোল পরীক্ষা বেশ ভালোই হয়েছে। উল্লেখ্য, ১৪ মার্চ থেকে শুরু হয় এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিকের মতো এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায়ও ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যাই বেশি।

As soon as the higher secondary examination was over the examinees started playing Abi

এবছর জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৩,৬৭৪ জন। এর মধ্যে ছাত্র সংখ্যা ৯,২৬৫ জন ও ছাত্রী রয়েছে ১৪,৪০৯ জন। অর্থাৎ ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা অনেকটাই বেশি ছিল। এবছরের পরীক্ষার মেইন ভেনুর সংখ্যা ছিল ১৭টি। মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ছিল ৭২টি। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জেলায় ১৪ টি কেন্দ্রকে স্পর্শকাতর হিসেবে রাখা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *