নানাবিধ দাবিতে বামফ্রন্টের অবস্থান বিক্ষোভ কর্মসূচি জলপাইগুড়িতে

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি, ৪ঠা মার্চ :-
দুর্নীতির বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ, আধার প্যান কার্ড লিঙ্ক এর জন্য ১০০০ টাকা ফাইন প্রত্যাহর, আলুর সহায়ক মূল্য কেজি প্রতি ১০ টাকা করা, প্রকৃত কৃষকদের আলু সংরক্ষণের নিশ্চয়তা, কৃষি ঋণ মুকুব করা, রাহুল গান্ধীর সংসদ পদ খারিজের প্রতিবাদ, সম্প্রতি জলপাইগুড়িতে ঘটে যাওয়া জোড়া আত্মহত্যার ঘটনার সঠিক বিচার বিভাগীয় তদন্তের দাবিতে মঙ্গলবার জেলা বামফ্রন্টের ডাকে জলপাইগুড়ি সমাজ পাড়া মোড়ে অবস্থান বিক্ষোভ কর্মসূচি হয়।

সভায় সভাপতিত্ব করেন সিপিআইএম পার্টি নেতা বিপুল সান্যাল। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আর এস পি দলের পক্ষে প্রকাশ রায়, সিপিআইএমের পক্ষে শ্রমিক নেতা পীযূষ মিশ্র, ফরওয়ার্ড ব্লকের রাজ্য সভাপতি গোবিন্দ রায়, সিপিআই দলের জেলা সম্পাদক অশোক সেনগুপ্ত, জেলা বামফ্রন্টের আহ্বায়ক সলিল আচার্য সহ অন্যান্য নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই মানুষকে লাইনে দাঁড়িয়ে কখনো ভোটার কার্ডের সাথে আধার কার্ড, কখনো আধার কার্ডের সাথে রেশন কার্ড, এখন আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করাতে ব্যস্ত রাখছে। অথচ এই সময়কালে জিনিসপত্রের দাম অগ্নি মূল্য হয়েছে গোটা দেশে কৃষক ঋণের দায় আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছেন দেশের সরকারের সেদিকে কোন ভ্রুক্ষেপ নেই।

Left Front protest program in Jalpaiguri for various demands

রাজ্যের ক্ষেত্রে এক চরম দুর্নীতিগ্রস্থ সরকার চলছে তারা সরকারি ব্যবস্থাপনা যে মানুষের স্বার্থে তা ভুলিয়ে দিয়ে লুঠের রাজত্বে পরিণত করেছে পশ্চিমবঙ্গকে। কেন্দ্র ও রাজ্যের শাসক দল প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতার পরিবেশ সৃষ্টি করে খেটে খাওয়া শ্রমজীবী গরীব মানুষের ঐক্যকে বিনষ্ট করে দেশ ও রাজ্যজুড়ে বিভাজনের রাজনীতি কায়েমের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকতে চাইছে। এ হেন পরিস্থিতিতে মানুষ ধীরে ধীরে বুঝতে শুরু করেছেন বিজেপি ও তৃণমূল মুদ্রার এপিঠ ওপিঠ। তাই আজকের দিনে অত্যন্ত প্রয়োজন শ্রমজীবী মানুষদের ঐক্যবদ্ধ করে বামপন্থী শক্তিকে শক্তিশালী করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *