সংবাদদাতা, কলকাতা : তীব্র দাবদাহে পুড়ছে বাংলা। গড় তাপমাত্রা ৪০ ডিগ্রীরও বেশী। হাঁসফাঁস অবস্থা মানুষের। এই পরিস্থিতিতে রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাতদিনের জন্য ছুটি ঘোষণা করেন। রাজ্যজুড়ে চলতি তাপ প্রবাহ পরিস্থিতিতে সরকার আগামীকাল সোমবার থেকে শনিবার পর্যন্ত রাজ্যের সমস্ত সরকারি ও সরকারি সাহায্য প্রাপ্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। শীঘ্রই এ নিয়ে সরকারি বিজ্ঞপ্তি জারি হবে বলে জানা গেছে।
