রাহুল মন্ডল, মালদা : দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে মারধরের অভিযোগ এক বেসরকারি নার্সারি স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ওই বেসরকারি স্কুলের বিরুদ্ধে থানায় অভিযোগ পড়ুয়ার অভিভাবকের। সমস্ত অভিযোগ অস্বীকার স্কুল কর্তৃপক্ষের। ঘটনায় জোর চাঞ্চল্য ছড়িয়েছে মালদা জেলার মানিকচকে। জানা গেছে মানিকচক থানার নাজিরপুর এলাকার পেশায় সরকারি কর্মী পীযুষ সরকারের মেয়ে মানিকচক বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় অবস্থিত এক বেসরকারি নার্সারি স্কুলের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করে। অভিযোগ গতকাল অর্থাৎ মঙ্গলবার স্কুলে পড়াশোনা সংক্রান্ত বিষয়ে প্রধান শিক্ষক ওই ছাত্রীকে মারধর করে। ছাত্রীর শরীরের বিভিন্ন জায়গায় লাঠি দিয়ে মারার আঘাতের অভিযোগ। বুধবার সকালে ছাত্রীকে প্রাথমিক চিকিৎসা করানো হয় মানিকচক গ্রামীণ হাসপাতালে। এরপর স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে মানিকচক থানায় লিখিত অভিযোগ করে ছাত্রীর বাবা। স্কুল কর্তৃপক্ষ ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে চরমতম শাস্তি দাবি তুলেছেন ওই ছাত্রীর অভিভাবক।

যদিও সমস্ত ঘটনা অস্বীকার করেছে ওই বেসরকারি স্কুলের প্রধান শিক্ষক মানবেন্দ্র পাঠক। ওই ছাত্রীর বাবা কেন অভিযোগ করেছে আমরা ঠিক বুঝতে পারছি না বলে জানান স্কুলের প্রধান শিক্ষক। অন্যদিকে লিখিত অভিযোগ পাবার পর মানিকচক থানার পুলিশ প্রশাসন তদন্ত শুরু করেছে ঘটনার।