সংবাদদাতা, জলপাইগুড়ি, ১১ অক্টোবর’২৩ : তিস্তায় ভেসে আসা সেনাবাহিনীর মর্টার শেল কেনার অভিযোগে এক লোহালক্কড় ব্যবসায়ীকে আটক করলো জলপাইগুড়ি কোতয়ালী থানার পুলিশ। এই ঘটনা গতকাল মঙ্গলবার বিকেলে জলপাইগুড়ি শহর সংলগ্ন সুকান্ত নগর কলোনী এলাকার। ওই ব্যক্তির নাম অতুল মন্ডল। তিনি লোহার পুরোনো জিনিস পত্র কেনাবেচার ব্যবসার সাথে যুক্ত।

তার দোকান থেকে এদিন বিকেলে দুটি মর্টার শেল উদ্ধার করা হয়েছে। উদ্ধার করার পর পুলিশ ও সেনাবাহিনী তিস্তার চরে নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করে দেয়। অন্যদিকে এদিন তিস্তা পাড়ের বিবেকানন্দ পল্লী এবং সুকান্ত নগর কলোনী এলাকাজুড়ে পুলিশকে সাথে নিয়ে যৌথ অভিযান চালায় সেনা।

অতুল মন্ডলের জামাই পলাশ রায় বলেন, তার শ্বশুরের কাছে এক ব্যক্তি দুটি শেল বিক্রি করে গিয়েছিল। বিষয়টি তিনি বুঝতে পারেননি। বিকেলে পুলিশ এসে শ্বশুরকে নিয়ে যায়।