রাহুল মন্ডল, মালদা, ১০ অক্টোবর’২৩ : দুই পরিবারের বিবাদের জেরে আক্রান্ত এক দম্পতি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদা জেলার রতুয়া থানার বাহারালের দর্জিপাড়া এলাকায়। আক্রান্তরা চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। আক্রান্ত হলো বেলাল খান(৪৫) বছর এবং তার স্ত্রী সাহানাজ বিবি (৪০)। অভিযুক্তরা হল আরিফ খান সহ তার পরিবার।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরেই জায়গা ভাগাভাগি নিয়ে গন্ডগোল বেঁধে রয়েছে। সে গন্ডগোলকে কেন্দ্র করে গতকালকে বাথরুম যাওয়াকে কেন্দ্র করে বিবাদ বাদে। আর সেই বিবাদের জেরেই আক্রান্ত হল দুইজন। রক্তাক্ত অবস্থায় দুজনকেই ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে। সেইখান থেকে অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য আনা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। এই বিষয়ে রতুয়া থানায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।