জলপাইগুড়িতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক সিপিআইএম কর্মীর

সংবাদদাতা, জলপাইগুড়ি : পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক সিপিআইএম কর্মীর। বুধবার ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের আংরাভাষা এলাকায় জলপাইগুড়ি বানারহাট এশিয়ান হাইওয়ে ৪৮-এ। জানা গেছে ধুপগুড়ি সিপিআইএম কার্যালয়ে দলিয় বৈঠকে যোগ দেওয়ার জন্য কানু রায় মোটর বাইকে রওনা হয়েছিলেন। সাথে ছিলেন অমিত রায়। আসার পথে আংরাভাষা এলাকার রাস্তার পাশে বাইক নিয়ে দাঁড়িয়ে ছিলেন তারা। সেই সময় আচমকাই পেছন দিক থেকে দ্রুত গতিতে আসা একটি গাড়ি ধাক্কা মারলে রাস্তার পাশেই দুইজন ছিটকে পড়ে। ঘটনার পরেই স্থানীয় বাসিন্দারা খবর দেন ধূপগুড়ি থানা ও দমকল কেন্দ্রে। আহত দুইজনকে উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষনা করেন। মৃত কর্মীর নাম কানু রায় (৫৫)। ঘটনায় মারাত্মক ভাবে জখম হয়েছেন আরো এক কর্মী অমিত রায়। তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই বিষয়ে সিপিআইএমের বানারহাট এরিয়া কমিটির সম্পাদক জয়ন্ত মজুমদার বলেন, আমাদের দলীয় নেতার মৃত্যুতে দলের ক্ষতি হয়ে গেল! খুবই দুঃখজনক ঘটনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *