অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে রাজ্যপালের দ্বারস্থ সুকান্ত মজুমদারের নেতৃত্বে প্রতিনিধি দল


বিশ্বজিৎ নাথ, কলকাতা : পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন ঘিরে জেলায় জেলায় অশান্তি শুরু হয়ে গিয়েছে। মনোনয়নের প্রথম দিনেই মুর্শিদাবাদের খড়গ্রামে গুলিবিদ্ধ হয়ে এক কংগ্রেস কর্মীর মৃত্যু হয়েছে।

A delegation led by Sukant Majumdar approached the governor demanding free and peaceful elections

এদিকে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে শনিবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে প্রতিনিধি দল রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন। নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়ন-সহ নির্বাচন থেকে সিভিক ভলেন্টিয়ার, প্যারা টিচারদের বিরত রাখার তারা দাবি করেন। পাশাপাশি বিজেপির প্রতিনিধি দল দাবি করেন, প্রতিটি বুথ ও গণনা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরায় নজরদারি।

যদিও রাজ্যপালের সঙ্গে বিজেপির প্রতিনিধি দলের সাক্ষাতের পরই, রাজ্য নির্বাচন কমিশনারকে রাজভবনে ডেকে পাঠান রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপাল ও রাজ্য নির্বাচন কমিশনারের বৈঠকের পরই, আগামী ১৩ জুন সার্বদলীয় ডাকল রাজ্য নির্বাচন কমিশন। এদিকে যে কোনও মূল্যে শান্তিপূর্ণ নির্বাচন করাতেই হবে বলে কড়া বার্তা দিয়েছেন রাজ্যপাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *