বিকাশ সরকার, হলদিবাড়ি : অর্থনৈতিক টানাপোড়েনের কারণে ৬৫ বছরের বৃদ্ধ তরুণী রায় শীত বর্ষাকে তোয়াক্কা না করে প্রতিনিয়তই গরু চরাতে যান তিস্তা নদীর ওপারে। সারাদিন নদীর চরে গরু নিয়ে থেকে সন্ধ্যার আগে রওনা হন বাড়ির উদ্দেশ্যে।

যদিও শীতকালে তিস্তা নদীতে জল কম থাকার কারণে এক হাঁটু জল পেরিয়ে পায়ে হেঁটে গরু পারাপার করেন। কিন্তু বর্ষাকালে চিত্রটা উল্টে যায়। কেননা ভয়াল তিস্তা নদীতে গরু নিয়ে যেতে একদিকে যেমন অসুবিধা হয়। অন্যদিকে গরু সহ মানুষের জীবনের ঝুঁকি অনেকটাই।

তবুও পেটের তাগিদে গরু নিয়ে প্রতিনিয়তই তিস্তা পারাপার হয়ে থাকেন তরুণী বাবু। তরুণী রায় বলেন গরু নিয়ে তিস্তা নদী পারাবার করতে শীতের সময়ে একটু সুবিধা হলেও বর্ষাকালে জীবনের ঝুঁকি রয়েছে অনেকটাই ।

আবার কখনও কখনও উত্তাল তিস্তা নদীতে নৌকার মাধ্যমে গরু পারাপার করে থাকেন ।তিনি আরো বলেন বয়স ৬৫ বছর হলেও এখন পর্যন্ত তিস্তা পারাপার হতে তার তেমন অসুবিধা হয় না। এটা যেন তার দৈনন্দিন জীবনে কিছুটা অভ্যাসেও পরিণত হয়েছে ।