সংবাদদাতা, জলপাইগুড়ি : তিন বছরের শিশুর গলায় আটকে গেল ছোট চ্যাপ্টা একটি ডিজিটাল ব্যাটারি। চিকিৎসার জন্য মেখলিগঞ্জ থেকে জলপাইগুড়ি সদর হাসপাতালে আনা হলেও অবস্থা বুঝে কর্তব্যরত চিকিৎসক শিলিগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করেন শিশুটিকে। জানা গেছে, মেখলিগঞ্জ এর বাসিন্দা সাইন হকের তিন বছরের পুত্র সন্তান আজ খেলতে খেলতে একটি ছোট ডিজিটাল ব্যাটারি মুখে দেয়। সেটি গলায় আটকে যায় তার। এক্সরে করে দেখা যায় সেটি গলার নিচের দিকে আটকে রয়েছে। যেহেতু জলপাইগুড়ি সদর হাসপাতালে এটি বের করার সেরকম ব্যবস্থা নেই তাই দ্রুত শিলিগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়।
এ বিষয়ে উত্তরবঙ্গের দায়িত্বপ্রাপ্ত ও এস ডি ডক্টর সুশান্ত কুমার রায় টেলিফোনে জানান, শিলিগুড়ি মেডিকেল কলেজে শিশুটির গলা থেকে ওই ব্যাটারি দ্রুতই বের করে দেওয়া হবে।