বরানগরে বাগজোলা খালে পড়ে মৃত্যু প্রতিবন্ধী যুবকের


বিশ্বজিৎ নাথ, কলকাতা, ১৪ জুলাই’২৩ : পা পিছলে বাগজোলা খালের মধ্যে পড়ে গিয়ে মৃত্যু হল এক প্রতিবন্ধী যুবকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে। মৃতের নাম গৌর চক্রবর্তী ( ৪০)। তিনি পেশায় পুরোহিত ছিলেন। এলাকায় তাঁর যথেষ্ট পরিচিতি ছিল। মৃতের বরাহনগর থানার ন’পাড়া একে মুখার্জি রোডের বীরেশ্বর নগরে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খালের ওপর থাকা কালভার্ট পেরোতে গিয়ে পা পিছলে বাগজোলা খালের মধ্যে পড়ে গিয়েছিল প্রতিবন্ধী গৌর চক্রবর্তী। ৮০ শতাংশ শারীরিক প্রতিবন্ধী হওয়ায় সে আর ওপরে উঠতে পারিনি। খালের জলে পড়ে যাওয়া ফুটবল কুড়োতে গিয়ে বাচ্চারা দেখে একজন খালের জলে ভাসছে। তৎক্ষনাৎ এলাকার লোকজন ছুটে এসে ওকে উদ্ধার করে বরানগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। অতি পরিচিত পুরোহিতের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে খাল সংলগ্ন বরানগর বীরেশ্বর নগরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *