সংবাদদাতা, জলপাইগুড়ি, ২০ ফেব্রুয়ারি’২৪ : সোমবার রাতে জলপাইগুড়ির কদমতলা মোড়ে একটি কেকের দোকানে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকলের একটি ইঞ্জিন। অনুমান, ইনভার্টার থেকে আগুন লাগতে পড়ে। আগুন দেখে আশপাশের ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েন। তবে কত টাকার ক্ষতি হয়েছে, তা দোকান মালিক বলতে নারাজ। ঘটনায় এদিন রাতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে যায় কোতোয়ালি থানার পুলিশও। এমন ঘটনার জন্য আশপাশের ব্যবসায়ীদেরও ক্ষতির সম্ভাবনা ছিল বলে মনে করছেন অনেকেই।
