জলপাইগুড়ির করলাভ্যালিতে লোটাদেবীর পুজো উপলক্ষ্যে শুরু হল পাঁচদিনের মেলা

সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৪ ফেব্রুয়ারি’২৪ : জলপাইগুড়িতে করলা নদীরপারে শুক্রবার থেকে শুরু হল লোটাদেবীর পুজো ও মেলা। চলবে ২৭শে ফেব্রুয়ারি পর্যন্ত। মোহিতনগর এলাকার অসম মোড় সংলগ্ন করলাভ্যালি চা বাগানে লোটাদেবীর মন্দির। করলা নদী পেরিয়ে মন্দিরে প্রবেশ করতে হয়।

A five-day fair begins on the occasion of Lotadevi Puja at Karlavalli in Jalpaiguri.

যদিও ওই স্থানে করলায় নেই কোনও সেতু। প্রতিবছর মাঘী পূর্ণিমায় লোটাদেবী কালীর বাৎসরিক পুজোর সময় দর্শনার্থীদের সুবিধার জন্য অস্থায়ীভাবে বাঁশের সাঁকো তৈরি করা হয়। মন্দিরের পাশে রয়েছে একটি পুকুর। এটি লোটাদীঘি নামে পরিচিত। কথিত আছে, আগে ওই পুকুরের ধারে বাসনপত্রের জন্য মানত করলে তা পাওয়া যেত। তাই মন্দিরের নাম লোটা দেবীর মন্দির। মন্দিরের মায়ের পুজো দেওয়ার পাশাপাশি ওই পুকুরে দুধ ঢেলেও পুজো দেন ভক্তরা। শুক্রবার মাঘী পূর্ণিমার রাতে হয়েছে লোটাদেবীর বাৎসরিক পুজো। পুজো উপলক্ষ্যে পাঁচদিন ধরে চলবে মেলা। রাজ্যের বিভিন্ন প্রান্ত সহ অসম, মেঘালয়, বিহার থেকেও অনেক পুণ্যার্থী এই পুজো ও মেলায় আসেন। মেলায় স্থানীয় ও বহিরাগত ব্যবসায়ীরা বিভিন্ন জিনিসপত্র ও খাবারের দোকান দিয়েছেন। আছে মনোরঞ্জনের জন্য নাগরদোলা ও বিভিন্ন রাইডের ব্যবস্থা। পুজো ও মেলা উপলক্ষ্যে পুরো চত্বরটি সুসজ্জিত আলো দিয়ে সাজানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *