সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৩ নভেম্বর’২৩ : জলপাইগুড়ি তিস্তা সেতু সংলগ্ন তিস্তা নদীতে মাঝে দাঁড়িয়ে আছে একদল হাতি। গতকাল রাতে বৈকুন্ঠপুর জঙ্গল থেকে হাতির দল তিস্তা সেতু সংলগ্ন বিবেকান্দপল্লীতে চলে আসে বলে জানায় স্থানীয়রা। বৃহস্পতিবার সকাল থেকে হাতির দলটি নদীর মাঝে দাঁড়িয়ে আছে। ঢিল ছোড়া দুরত্বে রয়েছে জনবসতি। যদিও ঘটনাস্থলে আছেন বনদফতরের কর্মীরা।

এদিকে হাতির দল দেখতে উৎসাহিত বাসিন্দা নদীর পাড়ে ভিড় জমাচ্ছেন। এদিকে বার বার হাতির দল জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে আসায় আতঙ্ক বাড়ছে স্থানীয়দের মধ্যে। রাতের অন্ধকারে জলপাইগুড়ি শহর লাগোয়া বিবেকান্দপল্লীতে হাতির দলে চলে আসায় ভয় তো রয়েছে বলে জানালেন বিবেকানন্দ পল্লীর বাসিন্দা রাজা মজুমদার। তিনি বলেন,”আমরা চাই বনদফতর হাতির দল জঙ্গলে ফেরানোর ব্যবস্থা করুক।”
