গাড়ির চাকার টায়ারে করে বিপুল অঙ্কের টাকা পাচারের আগে উদ্ধার। গ্রেপ্তার পাঁচজন।

সংবাদদাতা, জলপাইগুড়ি : বিহার থেকে আসামে নিয়ে যাওয়ার পথে বানারহাটে উদ্ধার ৯৩ লক্ষ ৮৩ হাজার টাকা টাকা। উল্লেখ্য, রবিবার দুপুরে জলপাইগুড়ি জেলা পুলিশ গোপন সূত্রে খবর পায় একটি কালো ছোটো চার চাকার গাড়িতে করে কিছু ব্যক্তি বিপুল অঙ্কের টাকা নিয়ে যাচ্ছে,

সেই মোতাবেক জেলার বিন্নাগুড়ি থানার পুলিশ তেলিপাড়া নামক স্থানে নাকা চেকিং শুরু করে। এরপরেই নির্দিষ্ট গাড়িটি আসতেই যাত্রীদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ যদিও গাড়িতে টাকা থাকার কথা বেমালুম অস্বীকার করে গাড়িতে থাকা পাঁচ ব্যাক্তি।

এরপরেই পুলিশের নজর পড়ে গাড়ির অতিরিক্ত চাকার দিকে। স্টেপনি বলা হয় যেটিকে। দ্রুত গাড়িতে থাকা পাঁচ জনকে হেফাজতে নিয়ে অতিরিক্ত চাকা খুলতেই অবাক সবাই।

বিশ্বজিৎ মাহাতো, পুলিশ সুপার


কালো প্লাস্টিকের ক্যারী ব্যাগে ছোটো ছোটো প্যাকেট করে ট্যায়ারের ভেতরে রাখা টাকার বান্ডিল। পাঁচ জনকে গ্রেফতার করে সোমবার জেলা আদালতে তোলার আগে পুলিশ সুপারের অফিসে আনা হয় উদ্ধার হওয়া টাকা সমেত।


এই ঘটনা প্রসঙ্গে জেলার পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতো জানিয়েছেন, ধৃতদের মধ্যে একজনের নাম মোহাম্মদ তৌফিক। ধৃতরা সবাই বিহার রাজ্যের পূর্ণিয়ার বাসিন্দা। ধৃতদের প্রাথমিক বয়ান অনুযায়ী এই টাকা ব্যবসার কাজের জন্য আসাম নিয়ে যাওয়া হচ্ছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে।

A huge amount of money was recovered in tires of car wheels before being smuggled.  Five arrested.


ধৃতদের আজই আদালতে পেশ করে তদন্তের স্বার্থে পুলিশ হেফাজতে নেবার আবেদন করা হবে। আন্ত রাজ্য থানার সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *