জলপাইগুড়ি : কাশ্মীরের ঠান্ডা হাওয়ায় এবার গর্বে গরম হল জলপাইগুড়ির হৃদয়। জাতীয় যোগা প্রতিযোগিতায় সিনিয়র গার্লস বিভাগে প্রথম হয়ে দেশের মুখ উজ্জ্বল করলেন রুবিয়া খাতুন। এখন তাঁর চোখ আন্তর্জাতিক আঙিনায়—ব্যাংককে অনুষ্ঠিত হতে চলা ইন্টারন্যাশনাল যোগা প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধি হবেন তিনি।
যোগাসনে নিখুঁত দক্ষতা আর নিজের প্রতি অটল বিশ্বাসই রুবিয়াকে পৌঁছে দিয়েছে এই উচ্চতায়। ছোট শহরের মেয়েটি আজ হয়ে উঠেছে লক্ষ তরুণ-তরুণীর অনুপ্রেরণা।
জলপাইগুড়ির কন্যা আজ বাংলার গর্ব, দেশের আশার আলো। স্বপ্ন যখন শরীর আর মনের সমন্বয়ে তৈরি হয়, তখন তার পরিধি হয় সীমানাহীন। শুভকামনা রুবিয়া—তোমার সাফল্যের যাত্রা আরও দূর যাক, আরও উজ্জ্বল হোক।