যক্ষ্মা রোগীর ছয় মাসের পুষ্টিকর খাদ্য সরবরাহের দায়ভার গ্রহণ করলেন জলপাইগুড়ির আইনজীবী

সংবাদদাতা, জলপাইগুড়ি : নিক্ষয় মিত্র প্রকল্পে নিজের নাম রেজিস্ট্রেশন করলেন জলপাইগুড়ি শহরের নাগরিক তথা আইনজীবী বিজয় কুমার আগরওয়াল। এই প্রকল্পের নিয়ম অনুযায়ী তিনি জলপাইগুড়ির এক যক্ষ্মা রোগীর আগামী ছয় মাসের জন্য সকল প্রকার পুষ্টিকর খাদ্য সরবরাহের দায়ভার গ্রহণ করলেন।

নিক্ষয় মিত্র প্রকল্পের অধীনে যক্ষ্মা রুগিদের সহযোগিতা করতে একটি করে ডোনার আনা হচ্ছে। যারা ওই রুগিকে পুষ্টিকর বিভিন্ন খাদ‍্যসামগ্রী দিয়ে সহযোগিতা করবে ৬ মাস পর্যন্ত। এতে যক্ষ্মা রুগিদের পুষ্টির চাহিদা অনেকটাই মিটবে বলে মনে করা হচ্ছে। আগামী ২০২৫ সালের মধ্যে যাতে যক্ষ্মা পুরোপুরিভাবে দেশ থেকে নির্মূল হয়ে যায় তারই লক্ষ্যে কাজ করে চলেছে সরকার।

আমরাও যদি এভাবে সকলেই এগিয়ে এসে রোগীদের পাশে দাঁড়াই তাহলে কাজটি আরো সহজ হবে বলে জানান বিজয় বাবু।

এ বিষয়ে জেলা যক্ষা আধিকারিক ডাক্তার শুভদীপ বিশ্বাস বলেন, রাজ্য ও কেন্দ্রীয় সরকার চাইছে আগামী ২০২৫ সালের মধ্যে যক্ষা দেশ থেকে নির্মূল করার। নিক্ষয় মিত্র প্রকল্পে বিজয় বাবু নিজের নাম নথিভুক্ত করেছেন। এ খুব ভালো উদ্যোগ। এর মাধ্যমে একজন যক্ষা রোগীকে আগামী ছয় মাসের জন্য অ্যাডপ্ট করে একজন ব্যক্তি তাকে প্রতি মাসে পুষ্টিকর খাদ্য দিয়ে সাহায্য করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *